ষ্টাফ রিপোর্টার/- ভোরে মিলছে শিশিরের দেখা। শেষ রাতে পড়ছে ঠান্ডা। গ্রামের মতো রাজধানীতে শীতের আগমনী বার্তা স্পষ্টভাবে টের পাওয়া না গেলেও রাতে হালকা ঠান্ডা অনুভূত হচ্ছে।এসেছে হেমন্ত। গ্রামে গ্রামে শীতের আগমনী হাওয়া বইছে।দিন দিন রাতের তাপমাত্রা কমতেই থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। সারাদেশে আজ কোনো বৃষ্টি ছিল না। কক্সবাজারে ৩৫ ডিগ্রি তাপমাত্রা থাকলেও বাকি সব জায়গায় তার নিচে ছিল।
সারাদেশে শনিবার দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
শুক্রবারের সন্ধ্যা ৬টা পরবর্তী ৪৮ ঘণ্টা বা দুই দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বিদ্যমান আবহাওয়ার উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। তার পরবর্তী পাঁচদিন রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আরও বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। শনিবার খুলনা বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া দেশের অন্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।