বিশেষ প্রতিনিধি দেশের শিল্প খাতে প্রাকৃতিক গ্যাসের দাম বৃদ্ধির সরকারি ঘোষণার তীব্র প্রতিবাদ জানিয়েছে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি)। আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে এনডিপির সভাপতি কে এম আবু তাহের ও মহাসচিব আবদুল্লাহ-আল-হারুন (সোহেল) তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।বিবৃতিতে বলা হয়, ২ দিন আগে বিদ্যুতের মূল্যবৃদ্ধি করে মানুষ যখন জীবনযাপনের ব্যয় বৃদ্ধির শঙ্কায়, তখনই মানুষের জীবনযাত্রায় স্টিম রোলারের ন্যায় সরকারি সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হচ্ছে। সরকারের এই সিদ্ধান্তই প্রমাণ করে, তারা কখনো সাধারণ মানুষের কথা ভাবে না। এই সরকারের প্রতিটা কর্মকাণ্ডই দেশের মানুষের বিরুদ্ধে ও দেশের অর্থনীতি ধ্বংসকারী।তারা বলেন, বিদ্যুৎ খাতে সরবরাহ করা প্রতি ঘনমিটার গ্যাসের দাম ৫ টাকা ২ পয়সা থেকে বাড়িয়ে ১৪ টাকা করা হয়েছে। শিল্প খাতে ১৬ টাকার গ্যাসের দাম নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা, ক্যাপটিভ পাওয়ার (শিল্প-কারখানার নিজস্ব বিদ্যুৎ উৎপাদনে) খাতে গ্যাস প্রতি ঘনমিটারে দাম ১৬ টাকা থেকে বাড়িয়ে ৩০ টাকা, বৃহৎ শিল্পে ১১ টাকা ৯৮ পয়সা থেকে বাড়িয়ে ৩০ টাকা, মাঝারি শিল্পে ১১ টাকা ৭৮ পয়সা থেকে বাড়িয়ে ৩০ টাকা এবং ক্ষুদ্র শিল্পে ১০ দশমিক ৭৮ টাকা থেকে বাড়িয়ে ৩০ টাকা করা হয়েছে, যা দেশের শিল্প-কারখানা ধ্বংস করার ঠাণ্ডা মাথার পরিকল্পনা, কারণ কখনো কোনো দেশে একবারেই এত মূল্যবৃদ্ধির নজির নেই।তারা মনে করেন, সম্প্রতি বাংলাদেশের তেল, বিদ্যুৎ ও গ্যাসের মূল্যবৃদ্ধির পেছনে দেশবিরোধী এক গভীর ষড়যন্ত্র কাজ করছে। এ দেশের মানুষ কঠোর পরিশ্রমী, তাই দেশে মানুষ কাজ করে কৃষিজাত ও শিল্পজাত পণ্য উৎপাদন করে নিজেদের চাহিদা পূরণ করে রপ্তানি করে। নিজেরা পরিবার দেশে রেখে বিদেশে গিয়ে আয় করে দেশের জন্য বৈদেশিক মুদ্রা অর্জন করছে। আর ঐ বৈদেশিক মুদ্রা দিয়ে এই দেশে অনুৎপাদিত ভোগ্যপণ্য ও কাঁচামাল আমদানি করে নিজেদের জীবনমান উন্নয়ন করতে নিরলস চেষ্টা করে যাচ্ছে। দেশে মজুদ গ্যাস উত্তোলন না করে দেশকে আমদানিনির্ভর করে অর্থনৈতিকভাবে পঙ্গু ও দুর্ভিক্ষ আনয়নই সরকারি দলের লক্ষ্য হিসেবে প্রতীয়মান হচ্ছে।বিবৃতিতে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) নেতারা দেশের এই সংকটময় মুহূর্তে দেশের সব জনগণকে বর্তমান স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে সরকার পতন ত্বরান্বিত করার আহ্বান জানান।