গোপালগঞ্জ প্রতিনিধি ॥ গোপালগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে শেষপর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীও প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ালেন।সোমবার রাত সাড়ে ৯টার দিকে ওই প্রার্থী মোঃ দিদারুল ইসলাম গোপালগঞ্জ শহরের নতুন স্কুল রোডে মেয়র-প্রার্থী প্রধানমন্ত্রী চাচা শেখ রকিব হোসেনের বাড়িতে যান এবং সেখানেই এক সংবাদ-সম্মেলনে তিনি নির্বাচন থেকে সরে গিয়ে শেখ রকিব হোসেনকে সমর্থন জানান। এ নিয়ে নির্বাচনে মনোনীত ১১ প্রার্থীর মধ্যে ১০ প্রার্থীই নির্বাচন থেকে সরে দাঁড়ালেন। ১৫ জুন নির্বাচনে মেয়র পদে একমাত্র প্রার্থী রইলেন প্রধানমন্ত্রী চাচা শেখ রকিব হোসেন। তার মার্কা ‘নারিকেল গাছ’।এদিকে, গোপালগঞ্জের নির্বাচন অফিসার মোঃ ফয়জুল মোল্লা জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন মাত্র একজন।পরবর্তীতে সংবাদ-সম্মেলনের মাধ্যমে নির্বাচন থেকে অন্য প্রার্থীদর সরে দাঁড়ানোর বিষয়টি আন-অফিসিয়াল। তাই ওই একজন ছাড়া বাকি সবার প্রতীকই ইভিএম-ব্যালটে রয়ে গেছে। নির্বাচন অনুষ্ঠিত হবে সিস্টেম অনুযায়ী। যে প্রতীকেই ভোট পড়বে, তা ইভিএম মেশিন গণনায় রাখবে। সুতরাং ভোটারদেরকে সচেতনতার সঙ্গে ভোট প্রদান করতে হবে।