গোপালগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৫

0
গোপালগঞ্জ প্রতিনিধিঃ গোপালগঞ্জের মুকসুদপুরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা‌কে কেন্দ্র করে দুই বংশের লোকের মধ্যে সংঘর্ষে সতীশ রায় (৫৫) নামের এক ব্যক্তি নিহত ও অপর ৫ জন আহত হয়েছেন।মঙ্গলবার(১৭ সেপ্টেম্বর)রাত ৯টার দিকে মুকসুদপুর উপ‌জেলার মহিষতুলী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।মুকসুদপুর থানার পরিদর্শক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে ওই গ্রামের সুদীপ মৌলিক ও মিলন মণ্ডলের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে দুই বংশের লোকজনের মধ্যে লাঠিসোটা নিয়ে সংঘর্ষ শুরু হয়। এসময় একই গ্রামের সতীশ রায় সংঘর্ষ ঠেকাতে গেলে পিছন দিক থেকে কেউ একজন তার মাথায় আঘাত করলে তিনি মারাত্মক আহত হন। মারাত্ম আহতাবস্থায় মুকসুদপুর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ ঘটনার পর দোষীরা এলাকা ছেড়ে পালিয়েছে।

- Advertisement -

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.