গাড়ি দুর্ঘটনায় আহত মুশির খান

0

ক্রীড়া প্রতিবেদকঃ গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছেন মুশির খান। তিনি ভারতের ক্রিকেটার সরফরাজ খানের ভাই। তিনি নিজেও ক্রিকেটার। সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, কানপুর থেকে লক্ষ্ণৌ যাওয়ার পথে উত্তর প্রদেশে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন এই তরুণ ক্রিকেটার।

- Advertisement -

মুশির খান ভারতের অনূর্ধ্ব-১৯ দল থেকে দেশের বিভিন্ন ঘরোয়া টুর্নামেন্টে একের পর এক দারুণ পারফরম্যান্স উপহার দিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনায় ছিলেন।

শুক্রবার আজমগড় থেকে লক্ষ্ণৌ যাওয়ার পথে মুশিরদের গাড়ি ধাক্কা মারে ডিভাইডারে। উল্টে যায় গাড়িটি। মুশিরের সঙ্গে ছিলেন তার বাবা নৌশাদ খানও।

চিকিৎসকরা জানিয়েছেন, মুশিরের সুস্থ হতে ১৬ সপ্তাহ সময় লাগবে। তার হাড় ভেঙেছে বলেও জানা গিয়েছে। রবিবার তাকে মুম্বই নিয়ে যাওয়া হবে। সেখানেই তার বাকি চিকিৎসা হবে বলে জানা গিয়েছে।

ইরানি কাপ ও রঞ্জি ট্রফির প্রথম কয়েক রাউন্ডে দেখা যাবে না মুশিরকে।

এর আগে চলতি বছর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে করেছেন দুটি সেঞ্চুরি। এরপর রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে ডাবল সেঞ্চুরি করেছেন, সেমিফাইনালে ফিফটির পর ফাইনালে আবার করেছেন সেঞ্চুরি। প্রথম শ্রেণির ক্রিকেটে ৯টি ম্যাচ খেলেছেন মুশির। ৭১৬ রান করেছেন তিনি। করেছেন তিনটি শতরান। তার গড় ৫১.১৪। 

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.