ক্রীড়া প্রতিবেদকঃ গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছেন মুশির খান। তিনি ভারতের ক্রিকেটার সরফরাজ খানের ভাই। তিনি নিজেও ক্রিকেটার। সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, কানপুর থেকে লক্ষ্ণৌ যাওয়ার পথে উত্তর প্রদেশে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন এই তরুণ ক্রিকেটার।
শুক্রবার আজমগড় থেকে লক্ষ্ণৌ যাওয়ার পথে মুশিরদের গাড়ি ধাক্কা মারে ডিভাইডারে। উল্টে যায় গাড়িটি। মুশিরের সঙ্গে ছিলেন তার বাবা নৌশাদ খানও।
ইরানি কাপ ও রঞ্জি ট্রফির প্রথম কয়েক রাউন্ডে দেখা যাবে না মুশিরকে।