গাজীপুরের শ্রীপুর থেকে ১৬০ বোতল ভারতীয় মদসহ ২জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ

সিনিয়ার কিরাম রিপোর্টার বশির উদ্দিন ঃ অদ্য ২১/০৬/২০২৫খ্রি. বেলা ১১.৩০ ঘটিকায় ড. চৌধুরী মোঃ যাবের সাদেক, পুলিশ সুপার, গাজীপুর এর দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা, গাজীপুর এর একটি চৌকস দল জনাব আমিনুল ইসলাম, বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার(ডিবি), গাজীপুর এর তত্বাবধানে বিশ্বস্ত সূত্রের ভিত্তিতে গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন জৈনা ফুটওভার ব্রীজের নিচে ময়মনসিংহ-ঢাকাগামী পাকা রাস্তার উপর নেত্রকোনা জেলার কলমাকান্দা হতে আগত একটি মাহিন্দ্র বলেরো কভার্ড ভ্যান যার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ন-২১-০০৭৬ সিগন্যাল দিয়ে থামিয়ে তল্লাশী করে ভ্যানের ভিতর ৪টি প্লাস্টিকের বস্তায় রক্ষিত ১৬০ বোতল বিভিন্ন ব্রান্ডের ভারতীয় মদ উদ্ধার করে এবং কভার্ড ভ্যানের ড্রাইভার ১। মোঃ ইমরান হোসেন(২৪), পিতা-মৃত আমির হামজা, মাতা-মোসাঃ ঝর্ণা বেগম, সাং-বোয়ালকান্দি, থানা-চৌহালি, জেলা-সিরাজগঞ্জ এ/পি সাং-লৌহকর পূর্বপাড়া, থানা-কাশিমপুর, গাজীপুর মেট্রো, গাজীপুর ও কভার্ডভ্যানের হেলপার ২। মোঃ আরিফ হোসেন বাপ্পি বাবু(২৪), পিতা-মৃত সাহাবুদ্দিন, মাতা-মোসাঃ জামিনা বেগম, সাং-রৌহা জামতলা বাজার, পোঃ কুমলী, থানা-নেত্রকোনা সদর, জেলা-নেত্রকোনাদ্বয়কে এবং মাদকদ্রব্য বহনকাজে ব্যবহৃত কাভার্ডভ্যানটি আটক করা হয়।
Related Posts
উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৫,২৮,০০০/- টাকা। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে জানায় যে, তারা উক্ত মাদকদ্রব্যের ক্রেতা শ্রীপুর থানাধীন মাওনা এলাকার জনৈক তাজুল ইসলামের নিকট বিক্রি করার জন্য নিয়ে আসে। মাদক ক্রেতা তাজুল ইসলাম পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়। উক্ত ঘটনায় শ্রীপুর থানার মামলা নং-৪৫, তারিখ-২১/০৬/২০২৫ইং ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ২৪(খ)/৪১ রুজু করা হয়। পলাতক আসামীকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে। ধৃত আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করার আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.