জেলা প্রতিবেদকঃ গাজীপুর মহানগরীর বাসন সড়ক এলাকায় অজ্ঞাত এক শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনার প্রতিবাদে তিন বাসে আগুন দিয়েছে জনতা। বুধবার (২ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে ওই দুর্ঘটনা ঘটে। নিহতের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।
Related Posts
নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে।গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ্ আল আরেফিন জানান, বাসচাপায় একজন শ্রমিক নিহত হওয়ার জেরে তিনিট বাসে আগুন দিয়েছে উত্তেজিত জনতা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।