গাইবান্ধা প্রতিনিধি গাইবান্ধার সাদুল্লাপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় তপন সাহা (৫৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।নিহত তপন সাহা সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের পালানপাড়া (বড় সাহাপাড়া) এলাকার মৃত হরি সাধুর ছেলে।সোমবার সকালে দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ আব্দুর শুকুর মিয়া।এর আগে, রবিবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের ধাপেরহাটের পালানপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই সময় তপন সাহা মোটরসাইকেল চালিয়ে মহাসড়ক পার হচ্ছিলেন। এসময় রংপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এতে লুটিয়ে পড়ে গুরুতর আহত হন তিনি। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তপন সাহা মারা যান।