গরুর যে বুদ্ধি আছে তা অনেক মানুষের নেই : প্রাণিসম্পদ উপদেষ্টা

0
অনলাইন ডেস্কঃ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ‘গরুর যে বুদ্ধি আছে, সেটা অনেক মানুষেরই নেই। কারণ গরু-ছাগল তামাক পাতা খায় না। কিন্তু অনেক মানুষ ক্ষতিকর জেনেও খায়।’

শনিবার (৩১ মে) বিশ্ব তামাকমুক্ত দিবস-২০২৫ উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত আলোচনাসভায় তিনি এ কথা বলেন।

এ সময় তরুণদের প্রশংসা করে মৎস্য উপদেষ্টা বলেন, ‘যেই তরুণরা এত বড় সরকার হটিয়েছে তাদের টার্গেট করে তামাক কম্পানিগুলো বাংলাদেশে ব্যবসা করবে, এটা হবে না। আমি আশা করি, আমাদের তরুণরা তামাক কম্পানির এই ধ্বংসযজ্ঞ রুখে দেবে।’
 

তিনি বলেন, ‘এই তামাক কম্পানিগুলো তামাক চাষের জন্য নদীর পাড় বেছে নেয়। এতে মাছের প্রজনন কমছে। গরুপালনও ক্ষতিগ্রস্ত হচ্ছে। মানুষের প্রজনন তো ক্ষতিগ্রস্ত হয়ই।’

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.