গভর্নর নিয়োগে সর্বোচ্চ বয়সসীমা সংক্রান্ত বিধান বাতিল

0

ষ্টাফ রিপোর্টার : বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগে সর্বোচ্চ বয়সসীমা সংক্রান্ত বিধানটি বাতিল করা হয়েছে। পূর্ববর্তী আইনের আওতায়, ৬৭ বছরের বেশি বয়সী কেউ গভর্নর পদে নিয়োগ পেতে পারতেন না।

 

- Advertisement -

মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের সভায় এ সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দ্য বাংলাদেশ ব্যাংক আদেশ ১৯৭২ (প্রেসিডেন্টস অর্ডার নং ১২৭ অব ১৯৭২) এর বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বয়স সংক্রান্ত আর্টিকেল ১০ এর ক্লজ (৫) ২০২০ সালের ৯ জুলাই সংশোধন করে দ্য বাংলাদেশ ব্যাংক (সংশোধন) অ্যাক্ট, ২০২০ জাতীয় সংসদে পাস হয়। সংশোধন অনুযায়ী কোনো ব্যক্তি গভর্নর পদে ৬৭ বছর বয়স পর্যন্ত আসীন থাকতে পারতেন। বাংলাদেশ ব্যাংকে গভর্নর হিসেবে আর্থিক খাতে অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিদের নিয়োগ দেওয়া হয়ে থাকে।

 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এই বয়সসীমা ৬৭ বছর নির্ধারিত থাকায় আর্থিক খাতে দক্ষতা ও অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিদের গভর্নর হিসেবে নিয়োগের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি হতো। পার্শ্ববর্তী দেশ ভারত ও শ্রীলঙ্কাসহ এশিয়ার অনেক দেশে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর পদে সর্বোচ্চ বয়সসীমার উল্লেখ নেই। এ পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সর্বোচ্চ বয়সসীমা সংক্রান্ত ১৯৭২ (প্রেসিডেন্টস অর্ডার নং ১২৭ অব ১৯৭২) এর আর্টিকেল ১০ এর ক্লজ (৫) বিলুপ্ত করার প্রস্তাব অনুমোদিত হয়েছে।

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.