প্রতিবেদনটিতে বলা হয়, তাদের হাতে এসেছে বেশ কয়েকটি নথি, যেখান থেকে প্রথমবার শনাক্ত করা গেল বেঁচে আছেন মেজর (অব.) সৈয়দ জিয়া। গত ২৯ ডিসেম্বর আইন মন্ত্রণালয়ে নিজের মামলা প্রত্যাহারের আবেদন করেছেন তিনি।শুধু তা-ই নয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়েও আবেদন করেছেন মোস্ট ওয়ান্টেডের তালিকা থেকে নাম প্রত্যাহার করতে। অভিযোগ করেছেন, মিথ্যা মামলায় তাকে ফাঁসানোর।
প্রতিবেদনটিতে বলা হয়, শেখ হাসিনা সরকারের পুলিশের খাতায় জিয়া একজন মোস্ট ওয়ান্টেড জঙ্গি ছিলেন। কখনো আনসার উল্লাহ (জেএমবি), কখনো বা আইএস ও আল-কায়েদার সদস্য হিসেবে দেখানো হয়েছে তাকে। জিয়াকে ধরতে ২০ লাখ টাকা পুরস্কারও ঘোষণা করা হয়েছিল সে সময়।
টিভি প্রতিবেদনে বলা হয়, ব্লগার দীপন, অভিজিত্, জুলহাস হত্যাসহ সাতটি মামলার আসামি সৈয়দ জিয়া। এর মধ্যে তিনটি ফাঁসির দণ্ড ঝুলছে তাঁর মাথায়। কিন্তু তিনি কোথায় আছেন, মৃত নাকি জীবিত আছেন, সেই প্রশ্নের সমাধান ১৪ বছরেও হয়নি।
আলোচিত জুলহাজ-তনয় হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত হওয়ায়, জিয়াকে ধরতে পুরস্কার ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র সরকার। তাই গত ২৫ ডিসেম্বর তা প্রত্যাহারে লিখিত আবেদন করেছেন মার্কিন স্টেট ডিপার্টমেন্টে।