উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টারঃ খুলনা জেলার রুপসা থানা এলাকা হতে ২০০ বোতল ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র্যাব -৬ খুলনা।
Related Posts
গতকাল ১৯ জুন ২০২৫ তারিখ গভীর রাতে র্যাব -৬, খুলনা এর একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, সাতক্ষীরা-ঢাকাগামী ইমাদ পরিবহনে করে ০১ জন ব্যক্তি সাতক্ষীরা থেকে ঢাকার উদ্দেশ্যে অবৈধ মাদকদ্রব্য নিয়ে যাচ্ছে।
উক্ত তথ্যের ভিত্তিতে দলটি আনুমানিক ০০২০ ঘটিকার সময় খুলনা জেলার রুপসা থানাধীন খানজাহান আলী ব্রিজ (রুপসা সেতু) এর টোল প্লাজার পশ্চিম পাশে পাকা রাস্তায় অবস্থান নিয়ে চেকপোস্ট করাকালীন ইমাদ পরিবহনকে থামানোর সংকেত দিলে উক্ত গাড়িটি রাস্তার পাশে থামানোর সাথে সাথে ০১ জন যাত্রী ০১টি বস্তাসহ গাড়ি থেকে নেমে দৌড়ে পালানোর চেষ্টাকালে আসামি মোঃ শহিদুল ইসলাম (৬০), পিতা-আকসেদ আলী, সাং-ধুলিয়া,সাতক্ষীরা সদর,সাতক্ষীরা থেকে গ্রেফতার করে। এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেফতারকৃত আসামির হেফাজত হতে ২০০ বোতল ফেন্সিডিল উদ্ধারপূর্বক জব্দ করা হয়।
জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামিকে খুলনা জেলার রুপসা থানায় হস্তান্তর করে আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.