বিশেষ প্রতিবেদক ঃ খুলনার বিএনপি নেতা জিকো হত্যা মামলায় ফুলতলার সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ আকরাম হোসেনকে গ্রেফতার করে র্যাব-৬গত ২২ অক্টোবর ২০২২ বিএনপি’র খুলনা বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে ফুলতলা থেকে বেশ কয়েকটি ট্রলারযোগে দলীয় নেতাকর্মীরা ফুলতলার শিকিরহাট ঘাট থেকে সমাবেশের উদ্দেশ্যে রওনা দেন। এ সময় পথিমধ্যে ওৎ পেতে থাকা আওয়ামী দুষ্কৃতিকারীরা পূর্ব পরিকল্পিত ভাবে শর্টগান, কাটা রাইফেল, বন্দুক, পিস্তল, রামদা, চাইনিস কুড়াল, রড, জি.আই পাইপ, চাপাতি, বোমা ও লাঠি দিয়ে আক্রমন করে নেতা-কর্মীদের উপর হামলা চালায়। দুষ্কৃতিকারীরা গুলি করে ও বোমা বিস্ফোরণ করে ভীতির পরিবেশ সৃষ্টি করে। এ সময় বিএনপি নেতা-কর্মীরা পিছু হটে আহত অবস্থায় পালিয়ে এসে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হলে সেখানে হামলাকারীরা হামলা চালায়। এময় এসময় ভিকটিম শেখ সাজ্জাদুজ্জামান জিকোসহ অনেকেই স্বাস্থ্য কমপ্লেক্স ত্যাগ করে বাহিরে চিকিৎসা গ্রহণ করেন। পরবর্তীতে গত ২৪ অক্টোবর ২০২২ আনুমানিক রাত ১০ টায় ভিকটিম শেখ সাজ্জাদুজ্জামান জিকো প্যাঁগ্রাম কসবা, কাছারিহাটে ডিসপেনসারিতে চিকিৎসার জন্য গেলে দুষ্কৃতিকারীরা পুনরায় আক্রমণ করে এবং বেধড়ক মারপিট করে ভিকটিম শেখ সাজ্জাদুজামান জিকোর মৃত্যু নিশ্চিত করে। পরবর্তীতে উক্ত দুষ্কৃতিকারীরা ভিকটিমের পোস্ট মর্টেম এমনকি দাফন-কাফনেও বাধা দেয়। ভিকটিমের মৃত্যুতে সেই সময় থানায় মামলা করতে গেলে মামলা গ্রহণ করতে অস্বীকার করে বিধায় এ ঘটনার পরিপ্রেক্ষিতে গত ২৯/০৯/২০২৪ তারিখ এস এম মনিরুল হাসান বাপ্পী বাদি হয়ে ফুলতলা থানায় ০১ টি হত্যা মামলা দায়ের করেন। উক্ত ঘটনার পর থেকে আসামীদেরকে গ্রেফতারের লক্ষ্যে র্যাব-৬ গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং অভিযানিক কার্যক্রম অব্যাহত রাখে।এরই ধারাবাহিকতায় গত ১২ সেপ্টেম্বর ২০২৪ ইং র্যাব-৬ (স্পেশাল কোম্পানি) এবং (ভাটিয়াপাড়া ক্যাম্প) এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, শেখ সাজ্জাদুজামান জিকো হত্যা মামলার অন্যতম আসামী ফুলতলা উপজেলার সাবেক চেয়ারম্যান শেখ আকরাম হোসেন(৬২), পিতাঃ মৃত শেখ মাহাতাব উদ্দিন, সাং-শিরোমণি, থানা: ফুলতলা, জেলা: খুলনা গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানা হয়ে ঢাকার উদ্দেশ্যে পলায়ন করছেন। উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে অভিযানিক দলটি ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহনের উদ্দেশ্যে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানাধীন ভাটিয়াপাড়া গোলচত্তর এ চেক-পোস্ট স্থাপন করে রাত আনুমানিক ০৮ টা ৪৫ মিনিটের সময় একটি প্রাইভেট কার হতে আসামী শেখ আকরাম হোসেন(৬২)কে গ্রেফতার করেন।গ্রেফতারকৃত আসামীকে খুলনা জেলার ফুলতলা থানায় হস্তান্তর করা হয়েছে।