খুন করে শিশুর মাথায় হাত দিয়ে কসম ‘না’ বলার

0

রাজশাহী প্রতিনিধি ভ্যানচালককে খুন করে ভ্যানের ব্যাটারি ছিনতাই করা হয়। এরপর অভিযুক্ত এক হত্যাকারী আরেক অভিযুক্ত হত্যাকারীর সন্তানের মাথায় হাত দিয়ে শপথ নেন, এ কথা তারা কাউকে বলবেন না। আসামি ধরা পড়লেও এই শপথের কারণে ঘটনার রহস্য উদ্ঘাটন করতে পুলিশের এক সপ্তাহ সময় লেগে যায়।রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী বলেছেন, এমন অদ্ভুত অপরাধ মনস্তত্ত্ব তিনি আগে কখনও দেখেননি।গত ২৮ অক্টোবর সকালে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাঁকনহাট পৌর এলাকা থেকে রিয়াজুল ইসলাম (২৩) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। রিয়াজুলের বাড়ি রাজশাহী নগরীর দামকুড়া থানার শীতলাই এলাকায়। তিনি পেশায় ভ্যানচালক ছিলেন। তার দুই মাস বয়সী একটি সন্তান আছে।

অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী বলেন, ‘ঘটনাস্থলে যাওয়ার পর বোঝা যাচ্ছিল, ভ্যানের ব্যাটারির জন্যই রিয়াজুলকে খুন করা হয়। তবে সন্দেহভাজন ব্যক্তিদের বিষয়ে পরিবারের সদস্যরা কোনো ইঙ্গিতই দিতে পারছিলেন না। ঘটনাস্থলে থাকতেই একটা শক্ত ক্লু পাওয়া গেল। সার্কেল অফিসার সোহেলকে নিয়ে কাঁকনহাট তদন্ত কেন্দ্রে চলে গেলাম। সেখানে গিয়ে আরও কিছুক্ষণ কাজ করার পর আরিফ নামের একজনকে পেয়ে গেলাম। তার অবস্থান রাজশাহী শহরে, তিনি নিহত ব্যক্তির বন্ধু। ডিবি টিমকে বলার পর তারা কিছুক্ষণের মধ্যে আরিফকে আটক করে আনল।’

সনাতন চক্রবর্তী বলেন, আটক আরিফকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হলেও তিনি মুখ খুলছিলেন না। অনেক চেষ্টার পর একপর্যায়ে তিনি জানান, দু’জন ব্যক্তি পাঁচটি ব্যাটারি তাকে রাখার জন্য দিয়েছেন। এরপর ডিবির একটি দল আরিফের এক ভাইয়ের বাড়ি থেকে ব্যাটারিগুলো উদ্ধার করে নিয়ে আসে। কিন্তু কে খুন করেছে, কীভাবে ঘটনা ঘটেছে, সে ব্যাপারে তিনি কোনো তথ্যই দেননি। এরপর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। সেখান থেকে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন আদালত। রিমান্ডের একপর্যায়ে আরিফ তার এলাকার সজীব নামের একজনের নাম বললেন। সজীবকে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে আগেই সন্দেহের তালিকায় রাখা হয়েছিল। ডিবির সহায়তায় তাকে আটক করা হলো। দুজন মুখোমুখি। কিন্তু প্যাঁচ না খুলে আবার লেগে গেল। আরিফ বলেন, তারা দুজনেই ছিলেন। আর সজিব বলেন, আরও একজন ছিলেন। এরপর শনিবার রাতে সাকিল নামের সন্দেহভাজন একজনকে আটক করা হয়। এবার জট খুলে গেল। সবাই প্রকৃত ঘটনা বলে দিল। আলাদাভাবে এবং একসঙ্গে সবার বর্ণনা এক।

পুলিশের কাছে আসামিদের দেওয়া ঘটনার বর্ণনা অনুযায়ী, আসামি আরিফ ভ্যানচালক রিয়াজুল ইসলামের বন্ধু। তিনি দামকুড়া থেকে কাঁকনহাট পর্যন্ত রিয়াজুলের ভ্যান ভাড়া করে সজীব ও সাকিলকে তুলে দেন। নিজে আরেকটা ভ্যান নিয়ে পেছনে পেছনে যান। পথে রিয়াজুলকে পূর্বপরিকল্পনা অনুযায়ী ঘুমের ওষুধ মিশ্রিত পানীয় খাওয়ান। একপর্যায়ে রিয়াজুলকে ফেলে ভ্যান নিয়ে চলে আসার সময় তিনি চিৎকার দিয়ে ওঠেন। তখন তিনজন মিলে তার মাথায় আঘাত করেন এবং গলায় ফাঁস দিয়ে তাকে হত্যা করে ভ্যানের ব্যাটারি খুলে রাজশাহী শহরে চলে আসেন।সনাতন চক্রবর্তী বলেন, ‘এ ঘটনার সবচেয়ে রহস্যজনক বিষয় হলো আরিফের মুখ না খোলা। আদালতে পাঠানোর আগে যখন তাকে জিজ্ঞাসা করলাম, তুমি এত কিছুর পরও মুখ খোলোনি কেন? সে বলল, ‘সাকিলের ছেলের মাথায় হাত রেখে কসম করেছিলাম, এই কথা কাউকে বলব না।’

Leave A Reply

Your email address will not be published.