ডেস্ক নিউজঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার জন্য ভিসা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। চিকিৎসার জন্য তাঁকে নেওয়া হবে যুক্তরাজ্য। এখন সেখানে যাওয়া তাঁর ব্যক্তিগত সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন গতকাল রবিবার এসব তথ্য জানিয়েছেন।
এর আগে গত ৮ নভেম্বর যুক্তরাজ্যের উদ্দেশে দেশ ছাড়ার কথা ছিল খালেদা জিয়ার। এ বিষয়ে চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি জানিয়েছিলেন, স্পেশালাইজড এয়ার অ্যাম্বুল্যান্স ও ভিসা পাওয়ার পরও বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কারণে তাঁর যাত্রার তারিখ পরিবর্তন করা হয়েছে।