আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) এসংক্রান্ত একটি ভিডিও সোশ্যাল মাধ্যমে ছড়িয়ে পড়েছে।ওই ভিডিওতে স্বরাষ্ট উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী আরো বলেছেন, ‘জানেন না যে আমরা এখানে আসব। ও, আপনি খোঁজও রাখেন না। খরচার হাওরের রাবার ড্যাম লিক হয়েছে কেন? কয়দিন লাগবে? শোনেন, না হলে কিন্তু আপনারে রিপেয়ার করে দেব, বুঝতে পারছেন। পয়সা খাবেন, পকেটে ঢুকাইবেন খালি, কাজ করবেন না। রাবার ড্যামের কাজ আপনি সাত দিনের মধ্যে শেষ করবেন।’ পরে স্বরাষ্ট্র উপদেষ্টা ওই কর্মকর্তাকে ঘটনাস্থলে আসতে বলেন।
তিনি বলেন, ‘আপনারা শুধু তাদের (পুলিশ) থেকে চান, কিন্তু তাদের তো দিতেও হবে কিছু। আপনারা এই বিষয়ে কথা বলবেন।’ তিনি বলেন, ‘অনেক পরিবর্তন হয়েছে। পরিবর্তন আরো হবে। যে যা-ই বলুক রোজার সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেক উন্নতি হয়েছে না?’
পুলিশের কাছে থেকে আসামিদের ছিনতাই করে নিয়ে যাওয়ার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এগুলোর ক্ষেত্রে আপনারা (সাংবাদিকরা) কথা বলবেন।
এ ছাড়া যারা আসামি ছিনিয়ে নিচ্ছে, তাদেরও আমরা আইনের আওতায় নিয়ে আসছি। এসব ঘটনা আপনারা সঙ্গে সঙ্গে জানাবেন, আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব।
- Advertisement -