খাদ্য উপদেষ্টার সঙ্গে বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের সাক্ষাৎ

0
অনলাইন ডেস্কঃ অন্তর্বর্তী সরকারের খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে বিশ্বব্যাংকের প্রতিনিধিদল। রবিবার (৯ মার্চ) খাদ্য মন্ত্রণালয়ের অফিস কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। খাদ্য মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্বব্যাংকের প্র্যাকটিস ম্যানেজার, অ্যাগ্রিকালচার প্র্যাকটিস গ্রুপ, সাউথ এশিয়া রিজিওন, তমাস রিকার্দো রসদ ভিয়ামার।

খাদ্য উপদেষ্টা তমাস রিকার্দো রসদ ভিয়ামারকে বাংলাদেশে স্বাগত জানান। এ সময় দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনার পাশাপাশি বিশ্বব্যাংকের অর্থায়নে এ দেশে বাস্তবায়িত বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে খাদ্যসচিব মো. মাসুদুল হাসানসহ খাদ্য মন্ত্রণালয় এবং বিশ্বব্যাংকের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

- Advertisement -

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.