খাগড়াছড়ি প্রতিনিধি খাগড়াছড়ি মাটিরাঙ্গার সীমান্তবতী ফেনী নদী থেকে পুলিশ অজ্ঞাতনামা এক যুবকের গলিত লাশ উদ্ধার করেছে। শুক্রবার এ লাশ উদ্ধার করা হয়। জানা গেছে, বেলছড়ি ইউনিয়নের অযোধ্য ছড়ার মুখে ফেনী নদীতে হাতে পায়ে শিকল দিয়ে তালা লাগানো অজ্ঞাত এক যুবকের লাশ ভাসতে দেখে স্থানীরা। পরে পুলিশকে খবর দিলে লাশটি উদ্ধার করা হয়। লাশ ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ। মাটিরাঙ্গা থানার ওসি জাকারিয়া লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনা তদন্তে পুলিশ মাঠে নেমেছে। তবে লাশের কোনো পরিচয় এখনো পাওয়া যায়নি।