খাগড়াছড়ি প্রতিনিধি খাগড়াছড়িতে ভারী বর্ষণে চেঙ্গী ও মাইনি নদীর পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।আজ মঙ্গলবার সকালে জেলা শহরের গঞ্জ পাড়া, উত্তর গঞ্জ পাড়া, মুসলিম পাড়া, কালা-ডেবা, মেহেদীবাগ ও পুরাতন জীপ স্টেশন ও শব্দ মিয়াপাড়া গ্রামগুলো পানিতে ডুবে গেছে।এসব এলাকার লোকজন স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় নিয়েছে। এ নিয়ে পরপর তিনবার পানি উঠায় লোকজন চরম ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।হঠাৎ করে পানি উঠায় অনেকেই দুপুরের খাবার রান্না করতে পারেনি। চেঙ্গী ও মাইনি নদী দীর্ঘদিন ধরে খনন না করায় এলাকাবাসী বার বার পানিতে ডুবে দুর্ভোগে পড়ছে। এলাকাবাসী সহসা নদী খনন করে সংস্কারের দাবি জানিয়েছেন।
Next Post