খাগড়াছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস

0
খাগড়াছড়ি প্রতিনিধি ঃ খাগড়াছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সোমবার সকালে আহলে সুন্নাতুল ওয়াল জামাত জেলা গাউছিয়া কমিটিসহ  বিভিন্ন তরিকত পন্থীর ব্যানারে শহরে জশনে জুলুসের র‌্যালি বের করা হয়।র‌্যালিটি খাগড়াছড়ি কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে শুরু হয়ে আদালত সড়ক হয়ে পৌর শাপলা চত্বর ঘুরে চেঙ্গি স্কয়ার সড়কসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ঈদগাহ মাঠে এসে এক মিলাদ মাহফিলে মিলিত হয়। এতে বক্তব্য রাখেন- মাওলানা আবু তাহের আনসারী হাজী ইউনুস,  অ্যাডভোকেট আক্তার  উদ্দিন মামুন,  কেন্দ্রীয় শাহীজামে মসজিদের খতিব আব্দুল নবী হাক্কানী ও পেশ ইমাম মাওলানা সালাউদ্দিন। মোনাজাত পরিচালনা করেন আল্লামা শাহ আলম নঈমি।এদিকে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায়ও জুলুস পরবর্তীতে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন মসজিদের ইমাম খতিবরা উপস্থিত ছিলেন।এতে সভাপতিত্ব করেন দীঘিনালা আহলে সুন্নাতের সভাপতি মাওলানা আছলাম উদ্দিন সাহেব। মিলাদ-কিয়াম এবং মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

- Advertisement -

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.