বিশেষ প্রতিনিধি একের পর এক বাড়ছে নিত্যপণ্যের দাম। তদারকি জোরদারের পাশাপাশি আমদানি করার পরও নিয়ন্ত্রণে আসছে না দাম। এ অবস্থায় সাশ্রয়ী দামে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ভ্রাম্যমাণ ট্রাকসেল কার্যক্রম শুরু করেছে বাণিজ্য মন্ত্রণালয়। গতকাল মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে টিসিবি ভবনের সামনে এ বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ। তবে প্রথম দিন যে পরিমাণ পণ্য বিক্রি করা হয়েছে, সে তুলনায় প্রায় দ্বিগুণ ক্রেতা উপস্থিত হন। এতে দীর্ঘ অপেক্ষার পরও পণ্য না পেয়ে অনেক ক্রেতাকে খালি হাতে ফিরতে হয়েছে। আগামীতে পণ্যের পরিমাণ আরও বাড়ানোর অনুরোধ জানান তারা।
জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান বলেন, বর্তমানে মূলস্ফীতি বেড়েছে। তাই নিম্ন আয়ের মানুষকে সহায়তা করতে সরকার এ উদ্যোগ নিয়েছে। চাহিদা অনুসারে এই সহায়তা আরও বাড়ানো হবে।টিসিবির চেয়ারম্যান আরিফুল হাসান বলেন, টিসিবি বর্তমানে ঢাকার ১৩ লাখ পরিবার কার্ডধারী ভোক্তাদের মাঝে সাশ্রয়ী দামে পণ্য বিক্রি করছে। নতুন করে আরও ২ লাখ মানুষের কাছে ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি করা হবে।
টিসিবির ট্রাক থেকে ক্রেতারা সাশ্রয়ী মূল্যে ২ কেজি করে ডাল, আলু ও পেঁয়াজ এবং ২ লিটার সয়াবিন তেল কিনতে পারছেন। আলু প্রতি কেজি ৩০, পেঁয়াজ ৫০, ডাল ৬০ ও তেলের লিটার ১০০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। গতকাল সরেজমিন দেখা গেছে, বাড়তি এই অর্থ সাশ্রয়ের জন্য ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকেন শত শত নারী-পুরুষ। তাদের সঙ্গে কথা বলে জানা যায়, কেউ কেউ সকাল ৮টার আগেই এসে উপস্থিত হয়েছেন। আবার বিক্রি শুরু হওয়ার দেড় ঘণ্টার মধ্যেই পণ্য শেষ হয়ে গেছে।
লাইনে দাঁড়িয়ে পণ্য কেনার পর ভ্যানচালক মো. রুবেল বলেন, ‘পরিবার কার্ড পাইনি। অনেকবার গেছি কাউন্সিলরের অফিসে, খালি হাতে ফিরেছি। ট্রাকে দিলে তো ভালো হয়। সবাই দাঁড়িয়ে একটা টোকেন নেবে। দেরি হলেও অন্তত পাওনের নিশ্চয়তা থাকে।’ কাঁঠালবাগান থেকে পণ্য কিনতে এসেছেন মাজেদা বেগম। তপ্ত রোদে দাঁড়িয়ে পণ্য পাওয়ার পর তিনি বেশ খুশি। তিনি জানান, রোদে কষ্ট হলেও পণ্য কিনতে পেরে খুশি হয়েছেন। এতে তাঁর অন্তত সাড়ে তিনশ টাকা সাশ্রয় হয়েছে বলে জানান তিনি।টিসিবি বলছে, বর্তমানে পরিবার কার্ডধারী ১ কোটি ক্রেতা প্রতি মাসে একবার পণ্য কিনতে পারছেন। এর পাশাপাশি প্রতিদিন ৩০টি ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি করা হবে। যে কেউ ট্রাক থেকে পণ্য কিনতে পারবেন।