খেলাধুলা ডেস্ক প্রতিভা নিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে এসেছিলেন পাকিস্তানি ওপেনার আহমেদ শেহজাদ। যদিও প্রতিভার পুরোটার বিকাশ ঘটাতে পারেননি তিনি। পাকিস্তান দলেই এখন জায়গা নেই তাঁর। ২০১৯ সালে সর্বশেষ পাকিস্তানের হয়ে খেলেছেন শেহজাদ।এরপর বাজে ফর্ম আর ইনজুরির কারণে দল থেকে ছিটকে যান।২০১৬ সালে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছে একটি রিপোর্ট জমা দিয়েছিল ওয়াকারের নেতৃত্বাধীন কোচিং প্যানেল। সেখানে, শেহজাদকে দলে জায়গা দিতে অস্বীকৃতি জানিয়েছিলেন ওয়াকার। শেহজাদকে ঘরোয়া ক্রিকেটে নিজেকে প্রমাণ করে জাতীয় দলে ফেরার পরামর্শ দিয়েছিলেন কোচ।সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ধ্বংসের জন্য ওয়াকার ইউনিসকে দায়ী করেছেন শেহজাদ। তিনি বলেন, ‘আমি রিপোর্টটি দেখিনি। কিন্তু পিসিবির কর্মকর্তারা বলেছেন, এই মন্তব্যগুলো আমাকে নিয়ে করা হয়েছে। আমি বিশ্বাস করি, এগুলো মুখোমুখি আলোচনা করা যেত। আমি চ্যালেঞ্জ নেওয়ার জন্য তৈরি ছিলাম। এরপর দেখা যেত, কে সঠিক আর কে ভুল।শেহজাদ আরো বলেন, ‘তাদের কথাগুলো আমার ক্যারিয়ারের ক্ষতি করেছে। বিশেষ করে আমি যখন নিজেকে তুলে ধরতে পারিনি।