কোহলির জন্য ট্রফি জিততে চায় বেঙ্গালুরু

0

খেলাধুলা ডেস্কঃ  আইপিএলে বেঙ্গালুরু আর কোহলি যেন সমার্থক। ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে শুরু থেকেই আছেন ভারতের সাবেক এই অধিনায়ক। যদিও এখন পর্যন্ত শিরোপা জিততে পারেননি একবারও। রোহিতের হাত ধরে পাঁচ বার শিরোপা জিতেছে মুম্বাই, চেন্নাইয়ের শোকেসে পাঁচটি ট্রফি তুলেছেন মহেন্দ্র সিং ধোনিও। শিরোপাখরা কাটেনি কেবল কোহলির।

- Advertisement -

আইপিএলের অষ্টাদশ আসরে এসে আবারও শিরোপার খুব কাছে বেঙ্গালুরু। কোহলির জন্য ট্রফি জিততে চান বলে জানিয়েছেন আরসিবি অধিনায়ক রজত পাতিদার।

তিনবার আইপিএল ফাইনাল খেলেছে বেঙ্গালুরু। কোনো বারই জিততে পারেনি। ২০০৯ সালে ডেকান চার্জার্স, ২০১১-এর চেন্নাই এবং ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদের কাছে হেরেছে তারা। ফাইনালের আগে পাতিদার বলেন, ‘কোহলির জন্যই ট্রফি চাই। এত বছর ধরে বেঙ্গালুরুকে অনেক কিছু দিয়েছে ও। আমরা ট্রফি জেতার জন্য নিজেদের সেরাটা দেব। ফাইনাল খেলব এটা ভেবে মঙ্গলবার নামব না। নিজেদের সেরা ক্রিকেটটাই উপহার দেব।’

আহমেদাবাদে খেলা হলেও কোহলির জন্যই যে তারা প্রচুর সমর্থন পাবেন এটা মেনে নিয়েছেন পাতিদার। ইতোমধ্যে অনেকে বেঙ্গালুরু থেকে খেলা দেখতে গিয়েছেন। পাতিদারের কথায়, “যেখানেই যাই না কেন সেটাই আমাদের ঘরের মাঠ। যে ভাবে সমর্থকেরা আমাদের পাশে রয়েছেন তার প্রশংসা কোনো ভাবেই করা যাবে না।”

- Advertisement -

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.