কোটা আন্দোলন: বৃহস্পতিবারও দেশব্যাপী অবরোধ কর্মসূচি

0

ষ্টাফ রিপোর্টার : সরকারি চাকরিতে কোটাব্যবস্থা বাতিল করে ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে আগামীকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টা থেকে দেশব্যাপী অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে শিক্ষার্থীরা।

 

- Advertisement -

আজ বুধবার সন্ধ্যায় শাহবাগে এই ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আসিফ মাহমুদ। তিনি বলেন, “বিকেল সাড়ে তিনটা থেকে দেশের আনাচে-কানাচে বাংলা ব্লকেড অব্যাহত থাকবে। দেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ব্লকেড পালিত হবে।”

 

একই দাবিতে আজ সকাল-সন্ধ্যা দেশব্যাপী অবরোধ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা।

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.