যশোর প্রতিনিধি যশোর কেশবপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টামন্ডলীর সদস্য এএসএইচকে সাদেকের ১৫তম মৃত্যুবার্ষিকী শুক্রবার ৯ সেপ্টেম্বর বিকালে পালিত হয়েছে। এ উপলক্ষে দলীয় কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাবেক শিক্ষামন্ত্রী এএসএইচকে সাদেক এর প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিনের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক মফিজুর রহমানের পরিচালনায় প্রথমে কোরআন তেলোয়াত ও দোয়া পরিচালনা করেন কেশবপূর মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা খলিলুর রহমান।অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, যশোর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বিপু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-ম্পাদক ইয়ার মাহমুদ, সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, সদস্য আলহাজ¦ হাসান সাদেক, সদস্য শাহাদাৎ হোসেন, সুফলাকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান আব্দুস সামাদ মাষ্টার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কার্ত্তিক চন্দ্র সাহা, উপজেলা যুবলীগের আহ্বায়ক বি এম শহিদুজ্জামান শহিদ, উপজেলা জাতীয় শ্রমিকলীগের আহ্বায়ক সরদার মুনছুর আলী প্রমুখ।