উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার : যশোরের কেশবপুরে বাড়ি ঘেরাও করে পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলামকে পুলিশে দিয়েছে ছাত্র-জনতা।
বুধবার (২ জুলাই)২০২৫ ইং কেশবপুর পৌর শহরের ভবানীপুর এলাকায় একটি বাড়িতে ঘেরাও করে ছাত্র-জনতা। পরে পুলিশ তাকে বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠায়।
Related Posts
পুলিশ জানায়, আওয়ামী লীগ সরকার পতনের পর তৎকালীন পৌর মেয়র রফিকুল ইসলাম তার বাড়ি ভবানীপুর মোড়লপাড়া এলাকায় আত্মগোপনে ছিলেন। দুপুরে তার অবস্থানের তথ্য পায় স্থানীয় ছাত্র-জনতা। এরপর তারা বাড়িটি ঘিরে রাখে। বিষয়টি বুঝতে পেরে রফিকুল ইসলাম ওই এলাকার আরিফুর রহমান মিলনের বাড়িতে আশ্রয় নেন। পরে পুলিশ ওই বাড়ি থেকে গ্রেফতার করে।
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ছাত্র-জনতা সাবেক মেয়রের বাড়ি ঘিরে রাখে। তার বিরুদ্ধে নাশকতা, চাঁদাবাজিসহ কয়েকটি মামলা রয়েছে। একটি বিস্ফোরক মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.