পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নেত্রকোনা জেলা সদর, আটপাড়া ও কেন্দুয়া উপজেলার মধ্যবর্তী আশুজিয়া ইউনিয়নের কৃষ্ণরামপুর গ্রামের সাইডুলি নদী থেকে বিকেল ৩টায় নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়। নিহত শিশুর ছবি দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জন্মের পরই শিশুটিকে নদীতে ফেলে দেওয়া হয়েছে।
কেন্দুয়া থানার পুলিশ পরিদর্শক মিজানুর রহমান জানান, শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। শিশুটির সঙ্গে এখনো ফুল লেগে আছে।