কেন্দুয়ায় সাইডুলি নদী থেকে নাড়িসহ নবজাতকের মরদেহ উদ্ধার

0
জেলা প্রতিবেদকঃ নেত্রকোনার কেন্দুয়ায় সাইডুলি নদী থেকে নাড়িসহ এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৬ অক্টোবর) আশুজিয়া ইউনিয়নের কৃষ্ণরামপুর গ্রামের সীমান্তবর্তী সাইডুলি নদী থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নেত্রকোনা জেলা সদর, আটপাড়া ও কেন্দুয়া উপজেলার মধ্যবর্তী আশুজিয়া ইউনিয়নের কৃষ্ণরামপুর গ্রামের সাইডুলি নদী থেকে বিকেল ৩টায় নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়। নিহত শিশুর ছবি দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জন্মের পরই শিশুটিকে নদীতে ফেলে দেওয়া হয়েছে।

অপরাধীকে খুঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে আশুজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মঞ্জুর আলী বলেন, শিশুটিকে পানিতে ফেলে দিয়েছে তার মা। বিষয়টি খুবই দুঃখজনক ও মর্মান্তিক।

কেন্দুয়া থানার পুলিশ পরিদর্শক মিজানুর রহমান জানান, শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। শিশুটির সঙ্গে এখনো ফুল লেগে আছে।

শিশুটির ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

- Advertisement -

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.