কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি কুতুবদিয়ার উত্তর বঙ্গোপসাগরে মালবাহী একটি ট্রলার ডুবে গেছে।সোমবার ভোরে কুতুবদিয়ার উদ্দেশে রওনা হয়ে বাঁশখালী উপজেলার কয়লা বিদ্যুৎকেন্দ্রের সংলগ্ন গহিরা দক্ষিণ-পশ্চিমে সাগরে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ট্রলারের এক শ্রমিক নিখোঁজ রয়েছেন বলে জানা যায়।মালবাহী ট্রলারের মালিক আজিজুল হক প্রকাশ আজু সওদাগর বলেন, কুতুবদিয়ার ব্যবসায়ীদের মালামাল নিয়ে চট্টগ্রাম থেকে সোমবার ভোরে কুতুবদিয়ার উদ্দেশে রওনা হয়। সকালে বাঁশখালী উপজেলার কয়লা বিদ্যুৎকেন্দ্র সংলগ্ন গহিরার দক্ষিণ-পশ্চিম সাগরে ঝড়ের কবলে পড়ে তার ট্রলারটি ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা ৮ শ্রমিকের মধ্যে সাতজনকে উদ্ধার করা হয়। তবে, ইব্রাহিম নামের এক শ্রমিক নিখোঁজ এবং ট্রলার উদ্ধার কাজ চলছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাপ নিশ্চিত করে বলে যাচ্ছে না বলে জানান।এ ব্যাপারে বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের লেফটেন্যান্ট কমান্ডার মো. শোয়াইব বিকাশ বলেন, সাগর প্রচণ্ড উত্তাল থাকার শর্তেও জয় বাংলা জাহাজের সহযোগিতায় উদ্ধার কাজ চলছে। এত প্রতিকূল মুহূর্তেও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।রিপোর্ট লেখা পর্যন্ত উপজেলার বড়ঘোপ ইউনিয়নের আমজাখালী বাসিন্দা ও ট্রলার শ্রমিক ইব্রাহিমের সন্ধান মেলেনি।