কুড়িগ্রাম প্রতিনিধি কুড়িগ্রামে সবগুলো নদীর পানি কমে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও এখনও বন্যার্তদের পরিস্থিতির উন্নতি হয়নি। কেননা এখনও অনেকের বাড়িতে কাঁদা ও পানি লেগে আছে। সেইসাথে পানি কমার সাথে সাথে শুরু হয়েছে তীব্র নদী ভাঙন। অন্যদিকে, নদী তীরবর্তী নিম্নাঞ্চলে আবাদকৃত সদ্য রোপন করা আমন ধান খেত, সবজি খেতসহ নান ফসল বন্যার পানিতে নিমজ্জিত হয়েছে। এ কারনে তাদের কষ্টের যেন শেষ নেই। তবে কৃষিবিভাগ বলছে, পানি নেমে যাওয়ায় ফসলের তেমন ক্ষতি হবে না। স্থানীয় পাউবো জানায়, তিস্তা নদীতে রাজারহাটের ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের কয়েকটি গ্রামে ও ব্রহ্মপুত্র নদের চিলমারীর রানীগঞ্জে নদী ভাঙন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, এ পর্যন্ত বন্যার পানিতে প্রায় ৬ হাজার হেক্টর জমির বিভিন্ন ফসল নিমজ্জিত হয়েছে।