কাহারোলে পূজা উদযাপন কমিটির সাথে জামায়াতের মতবিনিময় সভা

0
বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ঃ দিনাজপুরের  কাহারোল উপজেলায় পূজা উদযাপন কমিটির সাথে  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।১৬ই সেপ্টেম্বর (মঙ্গলবার) বিকেলে  কেন্দ্রীয় হরিবাসর প্রাঙ্গণে কাহারোল উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সুকুমার রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা উত্তর কর্মপরিষদ সদস্য ও(বীরগঞ্জ -কাহারোল) আসনের জামায়াত মনোনীত প্রার্থী  মাওলানা খোদা বখ্স।এসময় তিনি বলেন, এই দেশ আমাদের সবার তাই আমরা সকল ধর্মের মানুষ  সবাই এক সাথে মিলে মিশে বসবাস করতে চাই , আপনারা এবারের পূজা উৎসবমুখর পরিবেশে পালন করবেন কোন ভয় করবেন না আমরা আপনাদের পাশে সবসময় আছি। তবে কিছু দুষ্কৃতিকারী যেন কোনো ক্ষতি করতে না পারে সে দিকে সকলকে সজাগ থাকতে হবে।এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কাহারোল উপজেলা আমির মাওলানা তরিকুল ইসলাম, কর্মপরিষদ সদস্য জনাব নুর আলম ও রফিকুল ইসলাম বুলবুল। শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা শাখার সভাপতি জাকিরুল ইসলাম, কাহারোল উপজেলা শাখার সেক্রেটারি জনাব আমিনুল ইসলাম সহ উপজেলা পূজা উদযাপন কমিটির বিভিন্ন ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক সহ  আরো অনেকেই।

- Advertisement -

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.