কাল কেমন থাকবে শীতে প্রকোপ?

0
আবহাওয়া ডেস্কঃ দু’দিন ঢাকার আকাশে সূর্যের দেখা মেলেনি। শুক্রবার (৩ জানুয়ারি) সকাল থেকেই ছিল কনকনে শীত। সন্ধ্যা নামতেই শীত যেন আরো জেঁকে বসেছে।

পৌষের শেষভাগে এসে শীতের এ আধিপত্য রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় কতদিন থাকতে পারে? এমন প্রশ্নের জবাবে আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা ওমর ফারুক বলেন, ‘আশা করা যাচ্ছে চলমান শীতের প্রকোপ শনিবার (৪ জানুয়ারি) থেকে কিছুটা কমে আসবে।আগামীকাল সূর্যের দেখা মিলতে পারে। ফলে তাপমাত্রা গত কয়েকদিনের তুলনায় কিছুটা বাড়বে।’

ওমর ফারুক জানান, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৩ ডিগ্রি সেলসিয়াস ও সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ২৮.২ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে, আগামী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে।মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আর এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এছাড়া আগামী ৩ দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে।

অন্যদিকে সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা দেশের পশ্চিমাংশে ১-৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। এছাড়াও দেশের অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। একইসঙ্গে ঘন কুয়াশার কারণে সারা দেশের কোথাও কোথাও দিনের বেলা শীতের অনুভূতি বিরাজ করতে পারে।

- Advertisement -

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.