কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি গাজীপুরের কালিয়াকৈরে উপজেলার ঢালজোড়া বেনুপুর বজলুর রহমান উচ্চ বিদ্যালয়ে বীর মুক্তিযোদ্ধা মরহুম আলতাফ হোসেন স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। আজ ফুটবল টুর্নামেন্টে প্রথম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। তবে এই টুর্নামেন্টে আটটি দল অংশগ্রহণ করেছে। শুক্রবার বিকালে বেনুপুর চেয়ারম্যান বাড়ীর আয়োজনে এ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। ফুটবল টুর্নামেন্ট অংশগ্রহণ করে কোনাবাড়ি রাসেল খেলাঘর বনাম দক্ষিণ পাকুল্লা স্বপ্ন ছোঁয়া একাদশ। এসময় কোনাবাড়ি রাসেল খেলাঘরকে টাইব্রেকারে ৫-৩-গোলে হারিয়ে বিজয়ী হয় দক্ষিণ পাকুল্লা স্বপ্ন ছোঁয়া একাদশ।ফুটবল টুর্নামেন্টের উপস্থিত ছিলেন কালিয়াকৈর পৌরসভার সাধারণ সম্পাদক সিকদার জহিরুল ইসলাম জয়, তানহা হেলথ কেয়ার এর ব্যবস্থাপনা পরিচালক ডা. কামরুল হাসান ,ঢালজোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইছাম উদ্দিন, ঢালজোড়া ৯ নং ওর্য়াডের ইউপি সদস্য এনায়েত হোসেন গজনবী, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডার ঢালজোড়া ইউনিয়নের সাধারণ সম্পাদক আলীমুল হাসানসহ অনেকেই।