LastNews24.com
At last news on first everyday everytime

কালিয়াকৈরে আওয়ামী লীগের আনন্দ মিছিল

0

গাজীপুর প্রতিনিধি গাজীপুরের কালিয়াকৈরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনী তফ‌সিলকে স্বাগত জা‌নি‌য়ে আনন্দ মি‌ছিল করেছে উপজেলা আওয়ামী লীগ। দলের সাধারণ সম্পাদক ও গাজীপুর-১ আসনের  মনোনয়ন প্রত্যাশী রেজাউল করিম রাসেলের নেতৃত্বে সকা‌লে ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌কে উপজেলা চন্দ্রা ত্রিমো‌ড়ে এ আনন্দ মি‌ছিল করা হয়। মি‌ছি‌লটি মহাসড়‌কসহ বি‌ভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।

কা‌লিয়া‌কৈর উপ‌জেলা ও পৌর আওয়ামী লী‌গের নেতাকর্মীরা আনন্দ মি‌ছি‌লে অংশ নেন । মি‌ছিল শে‌ষে তফ‌সিল‌কে স্বাগত জা‌নিয়ে নেতাকর্মী‌দের মা‌ঝে মি‌ষ্টি বিতরণ করা হয়। পরে  মহাসড়কে সমাবেশ করা হয়।সমাবেশে বক্তব্য রাখেন কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামিমুজ্জামান,  উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক তোফায়েল আহমেদ দুলাল, উপজেলা আওয়ামী লীগের সদস্য আজাদ কামাল স্বপন, হারুন সিকদার,  উপজেলার মধ্যপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম, চাপাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান সেতু, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস কাঞ্চনসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় বক্তারা বলেন, বিএনপি-জামায়াতের অগ্নিসংযোগ অবরোধ ও হরতালের  বিরুদ্ধে আওয়ামী লীগ মাঠে আছে, থাকবে।

Leave A Reply

Your email address will not be published.