গাজীপুর প্রতিনিধি কালিয়াকৈর ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চান্দরা এলাকায় বিএনপির অবরোধের প্রথম দিনে অবরোধবিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।রবিবার দুপুরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে জাতীয় শ্রমিক লীগ কালিয়াকৈর উপজেলা শাখার উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
কালিয়াকৈর উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হারিজউজ্জামান খানের নেতৃত্বে মিছিলটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর নবীনগর সড়ক প্রদক্ষিণ শেষে পৌর আওয়ামী লীগের কার্যালয়ে এসে শেষ হয়। এসময় আরো উপস্থিত ছিলেন গাজীপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সেলিম আজাদ, উপজেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি রিয়াদ আহমেদ, উপজেলা শ্রমিকলীগ যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, গাজীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের চন্দ্রা শাখার সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, শ্রমিকলীগ নেতা তরিকুল ইসলাম সাদ্দাম প্রমুখ।