ষ্টাফ রিপোর্টার/- নতুন মন্ত্রিসভা গঠনের পর আবারও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নিয়োগ দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) রাত ৯টায় সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব মোঃ মাহবুব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, শপথ গ্রহণের সঙ্গে সঙ্গে আগের মন্ত্রিসভা বিলুপ্ত হওয়ায় প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের মেয়াদও শেষ হয়েছে।
তবে শপথ নেওয়ার পর আবারও প্রধানমন্ত্রীর উপদেষ্টারা হলেন- কামাল আবদুল নাসের চৌধুরী (নতুন), সালমান এফ রহমান, তারেক আহমেদ সিদ্দিকী, মশিউর রহমান, তৌফিক এলাহী চৌধুরী, গওহর রিজভী।
উল্লেখ্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টারা পূর্ণ মন্ত্রীর মর্যাদা ভোগ করেন।