কাউখালীতে ব্র্যাকের উদ্যোগে আইনি সুরক্ষা সভা অনুষ্ঠিত

কাউখালী পিরোজপুরঃ পিরোজপুর জেলার কাউখালী ব্র্যাক অফিসের  উদ্যোগে সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি অধীনে ১০ টি গ্রামে ১৩ থেকে ১৭ বছর বয়সী কিশোরীদের  নিয়ে জীবন দক্ষতা প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়েছে। এেত বলা হয়েছে ” থাকবো নাকো বদ্ধ ঘরে -২৪ তম”এ  উপলক্ষে উপজেলার   কেউন্দিয়া স্বপ্ন সারথি গ্রুপে অনুষ্ঠিত হয়।  এতে কিশোরীরা নিজের পায়ে দাঁড়ানো, নিজের স্বপ্নকে বাস্তবায়নে রূপ দেওয়া, সহমর্মিতা ও আর্থিক ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা, দক্ষতা কাজে লাগানো, নেতৃত্ব কি? নেতৃত্বের গুণাবলী সহ বাল্য বিয়ে প্রতিরোধ করে কিভাবে নিজের পায়ে দাঁড়াতে পারে এবং স্বপ্ন পূরণে  কিভাবে লক্ষ্যে পৌঁছানো যায়  মূলত এটাই  প্রশিক্ষণের মূল প্রতি পাদ্য বিষয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন মিঠুন দত্ত অফিসার (সেলপ) কাউখালী, পিরোজপুর। উপস্থিত ছিলেন শামসুন্নাহার রেবা ইউপি সদস্য কাউখালী সদর, গণ্যমান্য ব্যক্তি  মিজানুর রহমান সহ আরও অনেকে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.