কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি পটুয়াখালীর কলাপাড়ায় ঘরে ঢুকে হাত পা বেঁধে সাইদুল সরদার (৩৫) নামের এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তার স্ত্রী খাদিজা বেগম গুরুতর আহত হয়েছেন। এ ঘটনাটি ঘটেছে শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের মধ্য টিয়াখালী গ্রমে। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সাইদুলকে মৃত ঘোষণা করেন। এছাড়া তার স্ত্রী খাদিজা বেগমকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। একই রাতে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের লেমুপাড়া গ্রামে নারগিস বেগম (২৩) নামের এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করেছে তার স্বামী এমন অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে স্বামী রাজিব হাওলাদার পলাতক রয়েছে। এ দু’টি ঘটনায় পৃথক দু’টি মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো.মোস্তাফিজুর রহমান। কলাপাড়া থানার ওসি মো. আলী আহম্মেদ জানান, লাশ দু’টো ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।