খেলতে নেমে ৩৬ মিনিট টিকতে পেরেছে বাংলাদেশ।ইনিংস শুরু করতে নেমে পঞ্চম দিনের তৃতীয় ওভারেই উইকেট হারায় বাংলাদেশ। গতদিনের অপরাজিত ব্যাটার হাসান মাহমুদ ‘ডাক’ মেরে ড্রেসিংরুমে ফেরেন। বাংলাদেশি পেসারকে উইকেটরক্ষক জশুয়া ডি সিলভার হাতে ক্যাচ দিতে বাধ্য করেন আলজেরি জোসেফ।
- Advertisement -