জানা গেছে, আয়োজনের বিশালতায় বাংলাদেশি কোনো ব্যান্ড ও সংগীত তারকার জন্য এটি নতুন ইতিহাস হতে যাচ্ছে। আর সেই ইতিহাসের অংশ হতে পারেন নগরবাউল।
এবার নগর বাউল ব্যান্ডসংগীতে যারা থাকছেন ফারুক মাহফুজ আনাম জেমস (ভোকাল), আহসান এলাহি ফ্যান্টি (ড্রামস), সুলতান রায়হান খান (গিটার), তালুকদার সাব্বির (বেজ গিটার)। এর আগে ২০২৩ সালে যুক্তরাষ্ট্র সফরে ১০টি কনসার্টে গাওয়ার কথা ছিল নগরবাউলের।
- Advertisement -