এ বছরের সর্বোচ্চ বায়ু দূষণ দেখল দিল্লিতে!

0
আবহাওয়া প্রতিবেদকঃ কয়েক সপ্তাহ ধরে ভয়াবহ বায়ুদূষণে ভুগছে ভারতের শহর দিল্লি। সোমবার সকাল সাড়ে ১১টায় এয়ার কোয়ালিটি ইনডেক্সে শহরটির বাতাসের মান পৌঁছেছে ১৫৯৮ এ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বেঁধে দেওয়া মানদণ্ডের চেয়েও ১৭৫.৪ গুণ বেশি বিষাক্ত মাইক্রোপার্টিকেল বা ক্ষুদ্র কণা পিএম ২.৫ এর উপস্থিতি শনাক্ত হয়েছে। এদিন এই মৌসুমের দূষিততম দিনের সাক্ষী হলেন দিল্লির বাসিন্দারা।

- Advertisement -

ভারতীয় গণমাধ্যম বলছে, পরিস্থিতি মোকাবেলায় সকাল ৮টা থেকে চতুর্থ পর্যায়ের গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান (জিআরএপি) ঘোষণা করেছেন এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট কমিশন। এর আওতায়  ৮ দফা বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

দিল্লীর স্কুলগুলিকে দশম, একাদশ এবং দ্বাদশ শ্রেণি বাদে অন্য সব শ্রেণির কার্যক্রম অনলাইনে করানোর নির্দেশ দেওয়া হয়েছে। নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বহনকারী ট্রাক ছাড়া অন্য ভারী যানবাহন আপাতত দিল্লিতে প্রবেশ করতে পারবে না।আধুনিকতম ইঞ্জিনবিশিষ্ট গাড়ি ছাড়া অন্য ছোট গাড়ি প্রবেশের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। আপাতত স্থগিত করা হয়েছে অবকাঠামো নির্মাণের কাজ। সরকারি কর্মীদের বাসা থেকে কাজ করার অনুমতি দেওয়ার বিষয়টিও বিবেচনা করছে কর্তৃপক্ষ। এয়ার কোয়ালিটি ইনডেক্সের তথ্য বলছে, দিল্লীর দূষণের শীর্ষে থাকা ১০ এলাকার একিউআই স্কোর উঠেছে ১৬০০ এর বেশি।

গতকালের মতো আজও দূষণের ঘন ধোঁয়ায় ঢাকা পড়েছে শহরটি। কমে গেছে দৃশ্যমানতা। এর জেরে দেরিতে চলছে ট্রেন এবং উড়োজাহাজ। হিন্দুস্থান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ধোঁয়ার কারণে নিউ দিল্লী ও আনন্দ বিহারে আসা ২৮টি ট্রেন ২ থেকে ৯ ঘণ্টা পর্যন্ত বিলম্ব হয়েছে। ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে কার্যক্রম ব্যহত হচ্ছে।বিলম্বিত হয়েছে ১৬০টির বেশি ফ্লাইট।

দূষণ মোকাবেলায় গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান নেওয়ায় দেরি করায় দিল্লী সরকার ও কেন্দ্রীয় কমিশনের তীব্র সমালোচনা করেছে দেশটির সুপ্রিম কোর্ট। একইসঙ্গে আদালতের পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত চতুর্থ পর্যায়ের জিআরএপি বলবত থাকবে।

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.