আবহাওয়া ডেস্কঃ দেশের বিভিন্নস্থানে গত দুই দিন ধরে থেমে থেমে বৃষ্টি ঝরছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, এমন বৃষ্টি আগামী ৯ জুলাই পর্যন্ত থাকতে পারে।
জ্যেষ্ঠ আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক বলেন, এবার মৌসুমি বায়ু বেশ আগেই চলে এসেছে। মে মাসের শেষে ভারি বৃষ্টিতে বর্ষার আগমন। তবে জুনে এসে স্বাভাবিকের চেয়ে কম হয়েছে বৃষ্টি। গড়ে প্রায় সাড়ে ৪০০ মিলিমিটার বৃষ্টি হওয়ার কথা।অথচ এ মাসে স্বাভাবিকের চেয়ে ১৯ মিলিমিটার কম ঝরেছে বৃষ্টি। এই আবহাওয়াবিদ আরো বলেন, জুলাই মাসে দেশের সবেচেয়ে বেশি গড়ে প্রায় ৫০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টি হয়। তবে গেল কয়েক বছর এ সময়ে তাপপ্রবাহের প্রকোপ থাকলেও এ বছর বেশ স্বস্তি। ৯ জুলাই পর্যন্ত সারা দেশেই থেমে থেমে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে, সারা বছর বঙ্গোপসাগরে ৭১৪টি নিম্নচাপ সৃষ্টি হয়। এর মধ্যে ৪৬৬টি হয় জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বরে। এ মাসেও সাগরে তিনটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা আছে। যার একটি নিম্নচাপে রূপ নিতে পারে। তবে ঘূর্ণিঘড়ের শঙ্কা কম।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.