এপেক্স ক্লাব অব মঠবাড়িয়ার এজিএম সম্পন্ন ॥ নাসির সভাপতি, সোহেলী সুলতানা সম্পাদক

0
মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি : আন্তর্জাতিক সেবা মূলক সংগঠন এপেক্স ক্লাব অব বাংলাদেশের ১০৫ তম ক্লাব এপেক্স ক্লাব অব মঠবাড়িয়া এর ৬ষ্ঠ এজিএম অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ নভেম্বর ২০২৪) সন্ধ্যায় মঠবাড়িয়া সাংবাদিক সমিতি কার্যালয়ে এপেক্স ক্লাব অব মঠবাড়িয়া সভাপতি এপে. আলমগীর হোসেন এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন এপেক্স ক্লাব অব মঠবাড়িয়ার আইপিপি এপে. অ্যাডভোকেট ইদ্রিস আলী ইমন, আইপিপি এপে. ইসমাইল হোসেন হাওলাদার, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপে. নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক এপে. আব্দুল্লাহ আল মামুন, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট এপে. একেএম মহসিন উদ্দিন মনির, ফ্লোর মেম্বার এপে. নাসির উদ্দিন প্রমুখ।এপেক্স ক্লাব অব মঠবাড়িয়া এর উত্থাপিত বার্ষিক প্রতিবেদন সভায় উপস্থিত সর্ব সম্মতিতে গৃহীত হয়। পরে সর্ব সম্মতিক্রমে এপে. নাসির উদ্দিনকে সভাপতি ও এপে. সোহেলী সুলতানাকে সাধারণ সম্পাদক করে এপেক্স ক্লাব অব মঠবাড়িয়া এর ২০২৫ সালের নতুন কমিটি গঠন করা হয়।

- Advertisement -

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.