এনসিটিবির সামনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় সরকারের নিন্দা

0
নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সামনে ‘আদিবাসী’ শিক্ষার্থীদের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার।

আজ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়েছে।

বিবৃতে জানানো হয়েছে, এই হামলার ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে সরকার। ইতিমধ্যেই এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।অন্য অপরাধীদের শনাক্ত করা হচ্ছে এবং শিগগিরই গ্রেপ্তার করা হবে। সকল দুর্বৃত্তদের আইনের আওতায় আনা হবে।

এতে আরো বলা হয়, জুলাইয়ের গণ-অভ্যুত্থানের বাংলাদেশে জাতিগত বিদ্বেষ ও ধর্মান্ধতার কোনো স্থান নেই। সম্প্রীতি নষ্টের চেষ্টা করা হলে সরকার তা কঠোর হাতে দমন করবে।

গতকাল বুধবার সকালে এনসিটিবির সামনে অবস্থান নেয় স্টুডেন্ট ফর সভারেন্টি নামের একটি সংগঠনের শিক্ষার্থীরা। পরে এনসিটিবির সামনে সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতার নামে বেশ কিছু শিক্ষার্থী মিছিল নিয়ে আসলে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে বেলা ১২টার দিকে আদিবাসী ছাত্র-জনতার ব্যানারে আসা মানুষের ওপর হামলা চালানো হয়। এর বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

যাতে লাঠি, বাঁশ দিয়ে কয়েকজনকে বেধড়ক পেটাতে দেখা যায়।

- Advertisement -

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.