এটা ভুল নয়, এটা অপরাধ নিজের ওয়ালে মেহজাবীন

0
বিনোদন ডেস্কঃ কিছুদিন আগেই নির্মম নির্যাতনের শিকার হয়েছেন এক গৃহকর্মী। সেই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে। ভুক্তভোগী গৃহকর্মী ও নির্যাতনকারীর ছবি সবার ফেসবুক নিউজফিডে ঘুরে বেড়াচ্ছে। এবার এ ইস্যুতেই মন্তব্য করলেন দেশের শীর্ষস্থানীয় অভিনেত্রী মেহজাবীন। অভিনেত্রীর মতে, এটা জঘন্য অপরাধ।

- Advertisement -

নির্যাতিতা সেই গৃহকর্মীর ছবি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করে মেহজাবীন লিখেছেন, ‘এই ছবিটি গত কয়েকদিন ধরে এতবার দেখেছি যে এটা আমাকে গভীরভাবে প্রভাবিত করেছে। যারা গৃহকর্মীর সাহায্য নেন, তাদের হয় সাহায্য করুন, বুঝিয়ে বলুন আর যদি তারা আপনার প্রত্যাশা পূরণ করতে না পারে, তাহলে তাদের ছেড়ে দিন। কিন্তু তাদের ক্ষতি করবেন না। কারো জীবন নষ্ট করবেন না। শারীরিক বা মানসিকভাবে ভেঙে ফেলবেন না । এটা শুধু ভুল নয়, এটা অপরাধ। অপরাধী হবেন না।

সোশ্যাল মিডিয়া ব্যবহার সম্পর্কে এ অভিনেত্রী লিখেছেন, ‘দয়া করে সোশ্যাল মিডিয়ায় যা কিছু দেখছেন, সবকিছু বিশ্বাস করবেন না। অনেকেই শুধু ভান করছে। কেউ ভালো সাজে, কেউ নিজেকে ভুক্তভোগী হিসেবে দেখায়, কেউ ক্ষমতাশালী বলে দাবি করে, আবার কেউ নিরপরাধের অভিনয় করে। বাস্তবে, প্রত্যেকেই কোনো না কোনোভাবে অভিনয় করছে, আর কেউ কেউ তো বুঝতেও পারে না যে তারা কী করছে। তবে মনে রাখবেন, সবকিছুই সত্য নয় যা আপনি অনলাইনে দেখেন।

মানুষজন নিজেদের নিয়ে বড় বড় কথা লিখে, কিন্তু আমি সবসময় বিশ্বাস করি, কাজ কথার চেয়ে বেশি শক্তিশালী।’মেহজাবীন আরও লিখেছেন, ‘সোশ্যাল মিডিয়া বুদ্ধিমত্তার সঙ্গে ব্যবহার করুন। আগে মানুষ হোন, তারপর ভালো মানুষ সাজুন। অনলাইনে কীভাবে নিজেকে উপস্থাপন করছেন সেটা ততটা গুরুত্বপূর্ণ নয়, যতটা গুরুত্বপূর্ণ আপনার বাস্তবের কাজ।’

বরাবরই বিভিন্ন ইস্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলেন মেহজাবীন। পেশাগত কাজের পাশাপাশি সামাজিক মাধ্যমেও অনুরাগীদের সংস্পর্শে থাকেন এই অভিনেত্রী। বর্তমানে অভিনেত্রী ব্যস্ত রয়েছে তার প্রথম চলচ্চিত্র ‘সাবা’-এর প্রচারণা নিয়ে। বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হয়েছে সিনেমাটি।

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.