বিনোদন ডেস্কঃ রবিবার সান ফ্রান্সিসকোর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ভারতের কিংবদন্তি তবলাবাদক, সঙ্গীতজ্ঞ, অভিনেতা উস্তাদ জাকির হুসেন। এনডিটিভি, আনন্দবাজারসহ ভারতের মূলধারার গণমাধ্যমগুলোতে সেই খবর প্রকাশ করা হয়। তবে কয়েক ঘণ্টার মধ্যেই এই খবর উল্টে যায় জাকির হুসেনের ভাগ্নে আমির আউলিয়ার এক্স পোস্টে। তিনি জানিয়েছেন, কিংবদন্তি তবলাবাদক জীবিত আছেন। সেই সঙ্গে তাঁর অনুরোধ, ভুয়া খবর প্রচার যেন দ্রুত বন্ধ করা হয়।
আমির এক্সে লেখেন, “আমার মামা জাকির হুসেন বেঁচে আছেন। তবে তিনি আমেরিকার সান ফ্রান্সিসকোর এক হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছেন। তার চিকিৎসা চলছে। বিশ্ব জুড়ে ছড়িয়ে থাকা তার ভক্তদের কাছে আবেদন, সকলে যেন তার দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করেন। সংবাদমাধ্যমের কাছে অনুরোধ, ভুয়ো তথ্য প্রচার বন্ধ করা হোক।”
ওস্তাদ জাকির হোসেনের বোন খুরশিদ আউলিয়া ভারতীয় গণমাধ্যমকে বলেছেন, ‘এই মুহূর্তে আমার ভাই গুরুতর অসুস্থ। আমরা ভারত ও বিশ্বব্যাপী তার সব ভক্ত–অনুরাগীদের প্রতি তাঁর সুস্থতার জন্য দোয়া করতে অনুরোধ করছি।’
১৯৫১ সালে মুম্বাইয়ে জন্মগ্রহণকারী জাকির হুসেন, ছিলেন প্রখ্যাত তবলাবাদক উস্তাদ আল্লা রাখার পুত্র। সঙ্গীতের প্রতি তার প্রাথমিক আগ্রহ এবং কঠোর প্রশিক্ষণ তাকে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ তবলাবাদক হিসেবে প্রতিষ্ঠিত করে। সঙ্গীতের প্রতি তার অসীম ভালোবাসা, সৃজনশীলতা এবং সূক্ষ্মতা তাকে আন্তর্জাতিক মঞ্চে পরিচিত করে তোলে। তিনি কেবল একজন সঙ্গীতশিল্পী নন, বরং সাংস্কৃতিক দূত হিসেবেও খ্যাতি লাভ করেন, ভারতীয় শাস্ত্রীয় সংগীতকে বিশ্বদরবারে পৌঁছে দিয়েছেন।
জাকির হুসেনের সুর, তাল এবং বাদন নিয়ে তার অসামান্য দক্ষতা এবং সৃষ্টিশীলতা তাকে পৃথিবীজুড়ে শ্রদ্ধার পাত্র করে তোলে। পশ্চিমী ক্লাসিক্যাল সঙ্গীত, জ্যাজ এবং বিশ্ব সঙ্গীতের ক্ষেত্রে তিনি অসংখ্য শিল্পীর সাথে সফলভাবে সহযোগিতা করেছেন, যার মধ্যে জর্জ হ্যারিসন, জন মাকলফলিন এবং রবি শঙ্করের মতো বিশিষ্ট শিল্পী রয়েছেন।
সংগীতে তাঁর কর্মজীবনের সিংহভাগজুড়ে রয়েছে ভারতীয় ধ্রুপদি সংগীত৷ তাঁর তবলা দিয়ে সঙ্গ দিয়েছেন পণ্ডিত রবিশঙ্কর, ওস্তাদ আলী আকবর খাঁ, শিব কুমার শর্মা বা কত্থক নৃত্যশিল্পী বিরজু মহারাজকে৷ ১৯৯২ তিনি প্রতিষ্ঠা করেন ‘মোমেন্ট রেকর্ড’৷ এর মাধ্যমে তিনি সংগীতানুরাগীদের উপহার দিয়েছেন ভারতের ধ্রুপদি সংগীতের খ্যাতিমান সেরা সংগীতশিল্পীসহ সমকালীন বিশ্বসংগীত৷ ২০০৬ সালে ‘মোমেন্ট রেকর্ড’–এর মুক্তিপ্রাপ্ত অ্যালবাম ‘গোল্ডেন স্ট্রিং অব দ্য সরোদ’ গ্র্যামি পুরস্কারের জন্য মনোনীত হয়৷ পদ্মশ্রী, পদ্মভূষণ, গ্র্যামি ছাড়া আরও বহু পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন বহুমুখী প্রতিভার অধিকারী জাকির হোসেন।