LastNews24.com
At last news on first everyday everytime

এক ইনিংসে শচীনের চার রেকর্ড ভাঙলেন কোহলি

0

খেলাধুলা ডেস্ক নিউজিল্যান্ডের বিপক্ষে ২০২৩ বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ১১৭ রানের দারুণ এক ইনিংস খেলেছেন বিরাট কোহলি। তার ১১৩ বলে নয়টি চার ও দুই ছক্কায় সাজানো ইনিংসে বড় রানের পথে উঠে গেছে ভারত। সঙ্গে কোহলি ভেঙেছেন বিশ্বকাপ জয়ী কিংবদন্তি শচীন টেন্ডুলকারের চারটি রেকর্ড।

বিরাট কোহলি ওয়ানডে ক্যারিয়ারের ৫০তম সেঞ্চুরি তুলে নিয়েছেন। ওয়ানডে ইতিহাসের প্রথম ব্যাটার হিসেবে আন্তর্জাতিক সেঞ্চুরির ফিফটি করেছেন কিং কোহলি। শচীন টেন্ডুলকারের ৪৯ সেঞ্চুরির রেকর্ড ভেঙেছেন তিনি।কোহলি ভেঙেছেন শচীনের আরও একটি বড় রেকর্ড। ২০০৩ বিশ্বকাপে শচীন ৬৭৩ রান করেছিলেন। বিশ্বকাপের এক আসরে যা ছিল সর্বোচ্চ রানের রেকর্ড। ২০ বছর পর কোহলি ওই রেকর্ড ভেঙে বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ ৭১১ রান করে ফেলেছেন। তার দল ফাইনালে গেলে রান আরও বাড়িয়ে নেওয়ার সুযোগ থাকবে কোহলির সামনে।

শচীন টেন্ডুলকার ২০০৩ বিশ্বকাপে সাতটি পঞ্চাশ ছাড়ানো ইনিংস খেলার কীর্তি গড়েছিলেন। ২০১৯ সালে ওই রেকর্ডে ভাগ বসিয়েছিলেন সাকিব আল হাসান। তিনি ইংল্যান্ডে অনুষ্ঠিত আসরে সাতটি ফিফটি প্লাস ইনিংস খেলেছিলেন। কোহলি এবার ১০ ইনিংসের মধ্যে আটটি ফিফটি প্লাস ইনিংস খেলে ওই রেকর্ড ভেঙে দিয়েছেন।এছাড়া নিউজিল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচে সেঞ্চুরি দিয়ে কোহলি টানা পাঁচ ইনিংসে ফিফটি প্লাস রান করার কীর্তি গড়েছেন। ভেঙেছেন শচীন টেন্ডুলকারের ২০০৩ বিশ্বকাপ ও ১৯৯৬ বিশ্বকাপের রেকর্ড। ওই দুই আসরে শচীন টানা চারটি করে ফিফটি প্লাস ইনিংস খেলেছিলেন। এছাড়া নভোজিং সিধু ১৯৮৭ বিশ্বকাপে টানা চারটি ফিফটি প্লাস রান করেছিলেন। চলতি আসরে শ্রেয়াস আয়ার টানা চারটি ফিফটি প্লাস রান করার কীর্তি গড়েছেন।

Leave A Reply

Your email address will not be published.