ষ্টাফ রিপোর্টার : ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম আজ, ২৮ জুলাই থেকে আবার শুরু হচ্ছে। এই প্রক্রিয়া চলবে ১ আগস্ট পর্যন্ত। কোটা সংস্কার আন্দোলন ঘিরে চলমান পরিস্থিতির কারণে ২৪ জুলাই থেকে একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম স্থগিত রাখা হয়েছিল।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকারের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে এই ভর্তি কার্যক্রম নতুন সময়সীমার মধ্যে সম্পন্ন হবে।
চলতি শিক্ষাবর্ষের জন্য একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস আগামী ৬ আগস্ট থেকে শুরু হবে। পূর্বে নির্ধারিত সময় অনুযায়ী ১৫ জুলাই থেকে শুরু হওয়া এই ভর্তি কার্যক্রম ২৫ জুলাই পর্যন্ত চলার কথা ছিল, কিন্তু ১৮ জুলাই থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় এই প্রক্রিয়া স্থগিত হয়ে যায়।