- Advertisement -
Related Posts
এ উপলক্ষে বিশেষ সিনেমা উৎসবের আয়োজন করছে ভারতের মাল্টিপ্লেক্স চেইন পিভিআর আইনক্স। আমিরের পাঁচটি দর্শকপ্রিয় ছবি ফের বড় পর্দায় হাজির করছে তাঁরা। বিষয়টি জানিয়েছেন পিভিআর আইনক্সের নির্বাহী পরিচালক সঞ্জীব কুমার বিজলি।
বহুদিন ধরে নিজেকে বড় পর্দা থেকে দূরে রেখেছেন আমির খান। তাকে সর্বশেষ দেখা গেছে ‘লাল সিং চাড্ডা’তে।