ক্রীড়া প্রতিবেদকঃ মিরপুর টেস্ট খেলেই দীর্ঘ সংস্করণে অবসর নিতে চেয়েছিলেন সাকিব আল হাসান। শেষ পর্যন্ত অবশ্য নিরাপত্তাজনিত কারণে তার চাওয়া পূর্ণ হয়নি। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে না থেকেও আছেন বাংলাদেশি অলরাউন্ডার। টেস্ট শুরুর আগ থেকেই যে তাকে নিয়ে প্রশ্নের উত্তর দিতে হচ্ছে দুই দলকে।
- Advertisement -
সেই ধারাবাহিকতায় প্রথম দিন শেষে তাইজুল ইসলামকেও সংবাদ সম্মেলনে উত্তর দিতে হলো। সাকিব না থাকার বিষয়ে বাঁহাতি স্পিনার জানিয়েছেন, একজন খেলোয়াড়কে কখনো ৫০ বছর খেলাতে পারবেন না আপনি। ৩২ বছর বয়সী স্পিনার বলেছেন, ‘সাকিব ভাই নাই তাই তো। সাকিব ভাই নাই, সাকিব ভাই ছাড়া যে খেলি নাই তা তো না।
তিনি থাকা পর্যন্ত অনেক ম্যাচ সাকিব ভাই ছাড়া খেলছি। আমরা নিউজিল্যান্ডে টেস্ট জিতছি, সাকিব ভাই ছিল না। এরকম অনেক উদাহরণ আছে। আসলে আপনি তো একজন খেলোয়াড়কে ৫০ বছর খেলাতে পারবেন নাতিনি থাকা পর্যন্ত অনেক ম্যাচ সাকিব ভাই ছাড়া খেলছি। আমরা নিউজিল্যান্ডে টেস্ট জিতছি, সাকিব ভাই ছিল না। এরকম অনেক উদাহরণ আছে। আসলে আপনি তো একজন খেলোয়াড়কে ৫০ বছর খেলাতে পারবেন না। এখন যারা আছে, তারাও যেন ভালো করে।’
সাকিবের পর আজ দ্বিতীয় বোলার হিসেবে টেস্টে ২০০ উইকেট পেয়েছেন তাইজুল। তবে সাকিবের ৫৪ টেস্টের বিপরীতে ৪৮ টেস্টেই পেয়েছেন। যা বাংলাদেশি বোলারদের ক্ষেত্রে দ্রুততম। ইনিংসে ১৩তম বারের মতো ৫ উইকেট নেওয়ার কীর্তিও গড়েছেন তিনি। তবে কীর্তি গড়লে খ্যাতি নিয়ে মাথা ঘামান না তিনি। আজ সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমাদের দেশে সত্যি বলতে অনেক সময় দেখবেন অনেক কিছু মুখে মুখে হয়। কেউ খারাপ করলেও অনেক সময় ট্রল হতে হতে স্টার হয়ে গেছে। আবার অনেকে ভালো করে স্টার হতে পারেনি। আমি মেনে নিয়েছি। মেনে নেওয়া ছাড়া উপায় নেই।’