Related Posts
জেলা ও বিভাগীয় পর্যায়ের বেশ কয়েকজন সংগঠক কাউন্সিলর ফর্ম নিয়ে অনিয়মের অভিযোগ তুলে বাফুফে ভবনে কর্মকর্তাদের সঙ্গে বিতন্ডায় জড়িয়েছেন। ময়মনসিংহ বিভাগীয় ক্রীড়া সংগঠক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান বলেছেন, ‘হত্যা মামলার আসামী, এছাড়াও নানা অভিযোগ রয়েছে এমন সব লোকজনকে বাফুফে ভবনে ডেকে এনে তাদের ফরম সই করে রাখা হচ্ছে। যা অন্যায়।’ সেই অন্যায়ের প্রতিবাদ জানাতে গিয়ে বাফুফে সচিবালয়ের দায়িত্বরত কর্মকর্তাদের সঙ্গে কেউ কেউ দুর্ব্যবহার করেছেন বলেও অভিযোগ।
বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার বলেছেন, ‘একটি ঘটনা ঘটেছে। আমরা এটা নিয়ে আইনানুগ ব্যবস্থা নেব।’ এসময় সভাপতি কাজী সালাউদ্দিন, নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণও ভবনে ছিলেন।